রাত ২:৩১ ; শুক্রবার ; ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা নিয়ে বিতর্ক, প্রকাশ্যে চাইলেন নির্মাতা

১২:৫৯ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৫
Spread the love

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পাল্টা জবাবে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরপরই বলিউডে শুরু হয় তার ওপর ভিত্তি করে সিনেমা বানানোর তোড়জোড়। অভিযানের মাত্র দুই দিনের মাথায় একটি প্রযোজনা সংস্থা পোস্টার প্রকাশ করায় শুরু হয় ব্যাপক সমালোচনা। শেষমেশ বিতর্কের মুখে ক্ষমা চাইলেন নির্মাতা উত্তম মাহেশ্বরী।

 

ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে অন্তত ১৫টি সিনেমা নাম নিবন্ধন করেছে বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থা। এর মধ্যেই নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ারস নামে দুই প্রযোজনা সংস্থা দ্রুত সিনেমা নির্মাণের ঘোষণা দেয় এবং একটি পোস্টার প্রকাশ করে। ছবির পরিচালনায় ছিলেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা।

 

পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যুদ্ধকালীন বাস্তবতা ও প্রাণহানির আবহে ‘বাণিজ্যিক সিনেমা ঘোষণাকে’ অনেকেই অমানবিক ও অপ্রয়োজনীয় বলে আখ্যায়িত করেন।

 

সমালোচনার মুখে পরিচালক উত্তম মাহেশ্বরী বলেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে “অপারেশন সিঁদুর”–এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’

 

বিতর্কের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সিনেমার পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে।

 

প্রেক্ষাপট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সিনেমা নির্মাণের আগ্রহ বলিউডে নতুন নয়। তবে এবারের দ্রুত পদক্ষেপ ঘিরে সমালোচকরা বলছেন, সেনা অভিযান নিয়ে তাৎক্ষণিকভাবে সিনেমা বানানো না শুধু অসময়োচিত, বরং দেশের সংবেদনশীলতাকেও আঘাত করে।

 

এই ঘটনার পর আপাতত নির্মাতারা পেছনের সারিতে সরে গেলেও, সিনেমাটি আদৌ নির্মিত হবে কি না বা অন্য সংস্থাগুলো এ বিষয়ে কী অবস্থান নেবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর   বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় অর্ধশত শিক্ষার্থী আটক   সরকারকে ক্ষমতায় রেখে জনগণের মুক্তি সম্ভব না: চরমোনাই পীর   বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ অনুসারীদের সংঘর্ষ, একজনের মৃত্যু   বরিশালে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু   প্রতারক মাকসুদকে ধরিয়ে দিন   বরিশালে কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় পালালো প্রেমিক   এস.এম জাকির হোসেনের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক