সকাল ৭:২৩ ; শনিবার ; ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

৫:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

পৃথক দুটি ধর্ষণ মামলায় দুইজন ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। পাশাপাশি দুই আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামি এজলাসে উপস্থিত ছিলেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডিতরা হলো, জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে রজত হালদার (৩৬) ও উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৪৫)।

পৃথক দুই মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন আহুতী বাটরা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেতে গরু চরাতে যায় ১১ বছর বয়সের এক শিশু কন্যা।

এসময় ক্ষেতের পাশে থাকা রজত হালদার শিশুটির মুখ চেঁপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয় আগৈলঝাড়া থানায় মামলা করেন।

থানার এসআই ইদ্রিস আলী ২০১২ সালর ৪ আগস্ট রজত হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে। বিচারক সাতজনের স্বাক্ষ্য নিয়ে সোমবার উল্লিখিত রায় ঘোষণা করেছেন।

অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করে আবুল হোসেন বালী। খাবারের প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে সে।

ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। থানার এসআই হুমাউন কবির একই বছরের ২৩ জুন আদালতে চার্জশীট দাখিলের পর বিচারক চারজনের স্বাক্ষ্য নিয়ে সোমবার রায় ঘোষনা করেছেন।

 

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ

বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম

নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু

উপদেষ্টাঃ আফরোজা আক্তার

ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম

ই-মেইল:
টপ
  ১৯৭০ সালে জন্ম, ১৯৭৫ সালে এসএসসি পাস করেছেন ঝালকাঠির শিক্ষক মোবারক!   যাত্রী সংকটে বরিশাল বিমানবন্দরের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে   আজ সাংবাদিক এম.জাহিদ এর জন্মদিন   বরিশালে সাংবাদিকদের ওপর হামলাকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম   বদলি হলেন ওসি, সঙ্গে নিলেন থানার সোফা, এসি, টেলিভিশন   মনপুরায় ফের সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা   ভান্ডারিয়ায় নার্স-আয়াদের টানাটানিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ   মাওলানা সাঈদীর জানাজা সম্পন্ন, সাধারণ মানুষরে ঢল