গত ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডস- ২০২৩’ অনুষ্ঠিত হয়। ইনোভ্যাটরিক্স টেকনোলজিস এর ফাউন্ডার ও সিইও, বরিশাল ফ্রিল্যান্সার ফাউন্ডেশন এবং বিএফডিএস রিশাল জেলার চেয়ারম্যান, নাসিব বরিশাল জেলার সেক্রেটারি জনাব সালেহীন হাওলাদার সানিকে তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ ভুমিকা রাখা, উৎপাদনশীল উদ্দোক্তা এবং উদ্দোক্তা কমিউনিটির পাশে থেকে সহযোগীতা প্রধানে বিশেষ ভুমিকা রাখায় ইন্টারন্যাশনাল পিস এওয়ার্ড ২০২৩ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রিডম ফাইটার জাস্টিস ড. আবু তারিক ( অনারেবল জাস্টিস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) এর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
এওয়ার্ড পেয়ে সালেহীন হাওলাদার সানি বলেন- যে কোনো মূল্যায়নই আরও অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ জানাচ্ছি জুড়ি বোর্ডকে আমাকে মনোনীত করার জন্য। আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নের লক্ষে দীর্ঘ ৮ বছর ধরে কাজ করে যাচ্ছি এবং সেই সাথে উদ্দোক্তাদের পাশে আছি সবসময়। তাদের সকল ধরনের সুযোগ সুবিধায় পাশে থেকে সহযোগীতা করে যাচ্ছি। স্মার্ট বরিশাল বিনির্মানে আমরা তথ্য ও প্রযুক্তি পেশাজেবী এবং উদ্দোক্তারা বড় ভুমিকা রাখবো বলে আমি আশাবাদী। এবং সেই ধারাবাহিকতায় আমরা সবসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠন, উপজেলা, জেলা এবং বিভাগীয় প্রশাসনের সাথে কাজ করে আসছি।
অনুষ্ঠানের চিফ স্পিকার হিসেবে ছিলেন- খালেদা খানম এম.পি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পীরজাদা শহিদুল হারুন ( এডিশনাল সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফাইনান্স, গভার্মেন্ট অব দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ), ড. বিকার্না কুমার ঘোষ ( ফর্মার সেক্রেটারি টু দি গভার্নমেন্ট), কলোনেল ( রিটায়ার্ড) মুকাররম আলী খান ( এমিনেন্ট একাডেমিশিয়ান এন্ড ফিলানথ্রোপিষ্ট, কন্সালটেন্ড, অগ্রগামী মিডিয়া, মায়া কবির ( ভাইস প্রেসিডেন্ট, জন্তা ক্লাব-১, ঢাকা) সহ অন্যান্যরা।
স্পিকার হিসেবে ছিলেন- ড. মোখলেসুর রহমান, পিএইচডি, এমপিএ, ইউএসএ ( সেক্রেটারি – গভার্নমেন্ট অব দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, রিটায়ার্ড।
উপস্থাপনায় ছিলেন, মঞ্জুর হোসেন ঈসা এবং এস এ টিভির সিনিয়র উপস্থাপিকা রুপা নুর।
বরিশাল