আবারও রাজধানীতে বেড়েছে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা। গোয়েন্দারা বলছেন, জামিনে বের হয়ে আবার অপরাধ জগতে অবস্থান তৈরির চেষ্টা করছে তারা। সম্প্রতি তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের ওপর হামলার ঘটনায় বিষয়টি সামনে আসে।এমন তৎপরতা বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে, জাতীয় নির্বাচন সামনে রেখে কারাগারে ও বিদেশে অবস্থানকারী সন্ত্রাসীদের তৎপরতার বিষয়েও সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের।
গত সোমবার রাতে তেজগাঁও বিজিপ্রেসের সামনে দুবৃত্তের গুলিতে দুইজন আহত হন। এছাড়াও সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও একজন।
ঘটনার সিসিটিভি ফুটেজে, বিজিপ্রেসের পাশের সড়কে ৪ থেকে ৫টি মোটরসাইকেলকে একটি মাইক্রোবাসের পিছু নিতে দেখা যায়। এক পর্যায়ে গুলি করে ব্যারিকেড তৈরি করে গাড়ি থামিয়ে আরোহীদের ওপর হামলা করে ৮ থেকে ১০ জন। এসময় একজন দৌড়ে পালাতে গেলে তাকেও কোপাতে দেখা যায়।
পরে জানা যায়, ২০ বছরের বেশি সময় জেল খাটার পর জামিনে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের ওপর এ হামলা করা হয়। এতে গুলিবিদ্ধ হন দুই সাধারণ মোটরসাইকেল আরোহী। প্রাণে বেঁচে গেলেও আহত হন শীর্ষ সন্ত্রাসী মামুন।
তেজগাঁওয়ে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি, পথচারী গুলিবিদ্ধতেজগাঁওয়ে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি, পথচারী গুলিবিদ্ধ
পুলিশ জানায়, জেল থেকে বেরিয়ে আবার নিজের গ্রুপ তৈরি করার চেষ্টা করছিলেন মামুন। এ কারণেই আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের ক্যাডাররা হামলা করে মামুনের ওপর।
ঢাকা মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘মামুন আমাদের বলেছে যে, ইমন তার সাথে যখন দেখা হয়েছে হাজিরার সময় তখন তাকে হুমকি দিয়েছে যে তার লোকজনকে দেখে নেবে। আমরা সব কিছুই বিচার বিশ্লেষণ করে পরবর্তী কার্যক্রম চালাবো।’
এদিকে, আরেক শীর্ষ সন্ত্রাসী খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসুও জামিনে ছাড়া পেয়েছেন। অপরাধ জগতে আবারও নিজের অবস্থান তৈরির পাশপাশি কাউন্সিলর প্রার্থী হওয়ারও চেষ্টা করছিলেন। এ কারণে রাসুকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। নির্বাচনকে সামনে রেখে রাসু-মামুনসহ শীর্ষ সন্ত্রাসীদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি
হারুন অর রশীদ বলেন, ‘যারা ভেতরে আছে তাদেরও আমরা মনিটরিং করছি। আর যারা জামিন পেয়ে বের হয়ে এসেছে তাদেরও আমরা মনিটরিং করছি। আমাদের ডিবির প্রত্যেকটা টিমই প্রত্যেক এলাকায় খোঁজ খবর নিচ্ছে। নির্বাচনকে সামনে রেখে কেউ কোনো অরাজকতা করছে কিনা, চাঁদাবাজি করছে কিনা, মানুষকে হুমকি দিচ্ছে কিনা।’
শীর্ষ সন্ত্রাসীদের জামিনে ছাড়া পাওয়ার বিষয়ে উদ্বিগ্ন অপরাধ বিশ্লেষকেরা। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘যারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত, নানা অপরাধ করে যারা দীর্ঘদিন কারাগারে আছে তাদের নির্বাচনের আগে বা তফসিলের আগে একের পর এক জামিন হওয়াটা কিন্তু গণতান্ত্রিক যে পরিবেশ নির্বাচনের তাতে নানা ভাবে প্রশ্ন সৃষ্টি করে।’
নির্বাচনের আগে বিদেশে ও কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের।
অনলাইন ডেস্ক