বরিশাল জেলার গৌরনদী পৌর যুবদলের আহবায়ক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস জাকির হোসেন বাচ্চু সিকদারকে (৪২) হাতুড়িপেটা করে এক হাত ও দুই পা ভেঙে দেওয়া হয়েছে। মুমূর্ষু অবস্থায় বুধবার দিবাগত মধ্যরাতে আহত যুবদল নেতাকে বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আহত যুবদল নেতা অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় পৌর কাঁচাবাজারে বসে যুব এ ছাত্রলীগের ১৫-২০ জন লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম হাত ও দুই পা ভেঙে গোটা শরীর থেঁতলে দেয়।
যুবদল নেতার স্ত্রী খাদিজা খানম অভিযোগ করে বলেন, গত চার মাস পূর্বেও একবার হামলা চালিয়ে বাচ্চুর একটি পা ভেঙে দিয়েছিল যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল বিভাগ