বরিশালে বিতর্ক শিখল বিভিন্ন স্কুল-কলেজের ৫০০ শিক্ষার্থী। জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার দিনভর অনুষ্ঠিত বিতর্ক ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালায় এই প্রশিক্ষণ দেয়া হয়।
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) আয়োজিত প্রশিক্ষণে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৩০০ এবং অনার্স পড়ুয়া ২০০ শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।এ সময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ বদরুজ্জামান ভূঁইয়া, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. খোরশেদ আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস, বিইউডিএসর চিফ মডারেটর মোহাম্মাদ তানভীর কায়ছার, মডারেটর বঙ্কিমচন্দ্র সরকার এবং সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানের কী-নোট স্পিকার ছিলেন টেন মিনিট স্কুলের কনসালটেন্ট এবং পাবলিক স্পিকার সাকিব বিন রশিদ। বিইউডিএসর সভাপতি মাসুম ব্যাপারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাত সঞ্চালনায় কর্মসূচি হয়েছে।
বক্তারা বলেন, বিতর্কের মাধ্যমে উচ্চারণ, শব্দশৈলী, বাক্যশৈলী ও আচরণের পরিচ্ছন্নতা চর্চা হয়। তথ্যনির্ভর আলোচনার মাধ্যমে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা যুক্তিবাদী হতে শেখে। এছাড়া অন্যের মতামতকে প্রাধান্য দেয়া, বিনয় ও ভালো শ্রোতা তৈরি করে বিতর্ক। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তাই দক্ষ জনশক্তি তৈরিতে এই শিক্ষাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
বরিশাল