বাংলাদেশের নির্বাচনে মার্কিনিদের হস্তক্ষেপ বন্ধ এবং বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শনিবার বেলা ১১টার দিকে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বক্তব্য রাখন সাবেক সংসদ সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, শাহিন হোসেন, এমএ গফুর মোল্লা, এইচএম হারুন, সাবেক ছাত্রনেতা শামীল শাহরুখ তমাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার স্যাংশনে আমাদের কিছু আসে-যায় না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া এই দেশকে সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়তে চাই। তাই বলতে চাই, নির্বাচন আমাদের, মাথা ব্যথাও আমাদের।
বরিশাল