ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার বলেছে, লেবানন থেকে ইসরায়েলের আকাশে সন্দেহভাজন অনুপ্রবেশ হয়েছে। তবে অনুপ্রবেশের সাথে বিমান, ড্রোন, গ্লাইডার, বেলুন বা মানুষ জড়িত কিনা তা জানায়নি ইসরায়েল।
উত্তর ইসরায়েলের বেশিরভাগ অংশে রকেট হামলার সাইরেন চালু রেখেছে ইসরায়েল।
গত শনিবার ইসরায়েল আকস্মিক হামলা চালায় হামাস। এরপর গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। তবে ইসরায়েলের জন্য লড়াইয়ের ফ্রন্ট এখন শুধু গাজা নয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ থেমে থেমে ইসরায়েলে হামলা চালাচ্ছে। সিরিয়া থেকেও হামলা চালানো হচ্ছে।
আন্তর্জাতিক