নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের সফলতার তথ্য তুলে ধরতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণই আবার আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনবে।
ভোলায় বৃহস্পতিবার রাতে ভোলা জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তোফায়েল আহমেদ এ কথা বলেন।
এ সময় তিনি স্থানীয় নেতাদের তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। সভায় জেলা শ্রমিক লীগ সভাপতি হারুন হাওলাদারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ছায়েম, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সহসভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
অপরদিকে শুক্রবার দুপুরে কোড়ালিয়া গ্রামের বাড়ির মসজিদে নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তোফায়েল আহমেদ।
জাতীয়, রাজনীতি