গাজায় ইসরাইল ‘যুদ্ধাপরাধ’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে আল-জাজিরা।
ইসমাইল হানিয়া বলেন, মার্কিন প্রশাসন ও কিছু ইউরোপীয় দেশের সহায়তায় আমাদের শত্রুরা এ কাজ (যুদ্ধাপরাধ) করছে। গাজার বাসিন্দারা তাদের ভূমিতে অবস্থান করছে। তারা কখনোই গাজা ছেড়ে যাবে না, বলেন তিনি।
হামাস প্রধান বলেন, ইহুদিদের বর্বর মারণাস্ত্রের সম্মুখীন গাজার বাসিন্দাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
ইহুদি শাসকরা সব ধরনের অপরাধে লিপ্ত হওয়া সত্ত্বেও হামাস বেসামরিকদের লক্ষ্যবস্তু করতে ইচ্ছুক নয়, বলেন তিনি।
ইসমাইল হানিয়া আরো বলেন, হামাস হলো একটি স্বাধীনতাবাদী আন্দোলন, যারা এই নীতিগুলো মেনে চলে।
আন্তর্জাতিক