কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে মোস্তাফা (৫৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার শশীদল সেনেরবাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা উপজেলার নাগাইশ গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে এবং সেনেরবাজার আশ্রয়ণ প্রকল্পে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের উপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন মোস্তফা। রেললাইনের পশ্চিম পাশে তার অটোরিকশা ছিল। এমন সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
লালমাই রেলওয়ে জিআরপি থানার ওসি মাসুদ আলম বলেন, ট্রেনে কাটা পড়া ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাদেশ