কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সনাতন ধর্মাবলম্বিদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল বিমল কৃষ্ণ মল্লিক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হালদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার,পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জি, কলাপাড়া রাস মেলা উদযাপন কমিটির সভাপতি হীরা হাওলাদার স্বপন, কুয়াাকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মন্ডল কলাপাড়া প্রেস সভাপতি মো.হুমায়ুন কবির, লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ- পুলিশ,কোষ্টগার্ড, ফায়ার সাভির্স কর্মকর্তা সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য কলাপাড়া পৌর শহরের আন্দারমানিক নদীর তীরে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম আঙ্গীনায় আগামী ২৬ নভেম্বর অধিবাসের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী রাস মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে।
পর দিন ২৭ নভেম্বর সূর্য ওঠার পূর্ব মুহুর্তে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের নীল জলে হিন্দু ধর্মাবলম্বি নারী- পুরুষ পূন্যের আশায় গঙ্গা¯œান করবেন। প্রতি বছরই এ উৎসবকে ঘিরে লক্ষাধিক পূর্নাথী ও দর্শনার্থীদের আগমন ঘটে। সভায় এই ধর্মীয় অনুষ্ঠানের সকল কর্মকান্ড সুন্দরভাবে পরিচালিত করার লক্ষে পদক্ষেপ নেয়া হয়েছে বলে কলাপাড়া রাস মেলা উদযাপন কমিটির সভাপতি হীরা হাওলাদার স্বপন জানান।
বরিশাল বিভাগ