নিজস্ব প্রতিবেদক॥ মেয়াদ শেষ হওয়ার চারদিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ১নং প্যানেল মেয়র এর কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি অব্যাহতি নেয়।
দায়িত্ব অব্যাহতির পর সাদিক পায়ে হেঁটে নগর ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালীবাড়ি সড়কের বাসভবনে যান। এসময় সড়কের দুপাশে সাধারণ মানুষ তাকে সংবর্ধিত করেন।
অপরদিকে ১৪ নভেম্বর নতুন পরিষদের দায়িত্ব নেবেন তার চাচা নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তার দায়িত্ব নেওয়ার দিন উৎসবমুখর করতে অনুসারী নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজনের বড় জমায়েত করা হবে নগর ভবন সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউ চত্বরে। সেখানে বরিশাল সদর আসনের সংসদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অংশ নেবেন বলে জানান খোকন সেরনিয়াবাতের ঘনিষ্ঠজন যুবলীগ নেতা অসীম দেওয়ান।
তিনি বলেন, ওই দিন নগর ভবন চত্বরে অন্তত ২০ হাজার মানুষের জমায়েত হবে।
বরিশাল, রাজনীতি