দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচরে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে এবার নৌকার মাঝি হতে চান আইনমন্ত্রী আনিসুল হকসহ আরও ছয় জন।
অন্যান্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন- সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট শাহ আলম, ন্যাশনাল কালচারাল সোসাইটি কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার রায়, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য একেএম বদিউল আলম, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য নারায়ণ সাহা মনি, কসবা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি লুৎফুর রহমান ও কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তসলিমুর রেজা। অবশ্য আইনমন্ত্রী আনিসুল হকের দলীয় মনোনয়ন পাবেন বলে মনে করছেন স্থানীয় অনেক আওয়ামী লীগ নেতা। তবে অন্যরাও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আশাবাদী।
সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট শাহ্ আলম বলেন, আমি তৃণমূল থেকে রাজনীতি করি। সাধারণ মানুষের সেবা করতে এবারের নির্বাচনে দল তাকে মূল্যায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করছেন। তবে দল যাকে প্রার্থী দেবে সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
সারাদেশ