দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে তার পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. হারুন অর রশিদ।
এ বিষয়ে রাশেদ খান মেননের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার পক্ষে বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন জানিয়েছেন, বুধবার বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছ থেকে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ সময় উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, মো. জামাল হোসেন, মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশাল