ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত।
২০২০ সালের ৩ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদ বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন। যাতে সোলেইমানিসহ ইরাকি লেফটেন্যান্ট আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।
ট্রাম্প দাবি করেছিলেন, ওই অঞ্চলে মার্কিন কূটনীতিক এবং পরিষেবা সদ্যদের ওপর হামলার পরিকল্পনা করায় এমন নির্দেশ দিয়েছিলেন।
তেহরানের বিচার বিভাগ বুধবার এ হত্যার সঙ্গে জড়িত মার্কিন প্রেসিডেন্ট এবং ৪১ জন ব্যক্তি বিরুদ্ধে রায় দিয়েছেন। তাদের ৪৯.৭৭ বিলিয়ন ডলার অর্থ প্রদানের আদেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
আন্তর্জাতিক