স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত জাতীর জনকের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ। এরপর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে, দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
অপর দিকে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত) বেলা সাড়ে ১১টায় কাউন্সিলরদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে।
এরপরে বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন,মেজবা উদ্দিন জুয়েল সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে।
বরিশাল