দৈনিক যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশের উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় স্বজন সমাবেশের গৌরনদী উপজেলার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মিতিক্রমে দুই বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির নেতারা হলেন- সভাপতি বিএম বেলাল, সহ-সভাপতি মনোতোষ সরকার, সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ পার্থ হালদার, সাংগঠনিক সম্পাদক তৌফিক ব্যাপারী, ম্যাগাজিন ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মহিলাবিষয়ক সম্পাদক ইসরাত জাহান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মুকেশ পাল মিল্টন, সামাজ সেবা সম্পাদক লিয়ন শিকদার, দপ্তর ও প্রচার সম্পাদক বিনয় কৃষ্ণ শিয়ালী। নির্বাহী সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, তরিকুল ইসলাম তয়ন।
বরিশাল বিভাগ