স্কুলছাত্র হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাজমুল হাসান নাইমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ইন্দুরকানী থানার এএসআই মুনছুর আলমের নেতৃত্বে ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ১১ বছর ধরে পালিয়ে ছিলেন।
মো. নাজমুল হাসান নাইম ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের শফিকুল হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৯ আগস্ট পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সাদনাম সাকিব প্রিন্স নিখোঁজ হয়। তিন দিন পর পিরোজপুর শহরের সিআইপাড়া রায়ের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে তার পিতা পিরোজপুর সদর থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৭ সালে জেলা ও দায়রা জজ পিরোজপুর বিচার শেষে আপন দুই ভাই মো. নাজমুল হাসান নাইম ও নাফিস হাসানকে এ হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন। ২০১৩ সাল থেকে নাফিস হাসান জেলহাজতে আছেন আর নাজমুল হাসান পলাতক ছিলেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকাদার জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান নাইমকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বরিশাল বিভাগ