শামীম আহমেদ ॥ শামীম আহমেদ ॥ নিখোঁজের তিনদিন পর বরিশাল কীর্তনখোলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (৪) মার্চ সোমবার সকালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম তানভীর বলে শনাক্ত করেছেন তার স্বজনরা। তানভীর ঢাকার ডেমরা থাকতেন। চরমোনাইর মাহফিলে তিনি এসেছিলে।
মাহফিলে এসে গত এমভি আচল লঞ্চের ২০২ নং কেবিনে থাকতেন তানভীর। গত শুক্রবার ১১ টার দিকে তিনি নদীতে গোসল করতে গিয়ে পরে আর ফিরে আসেনি। এ ঘটনায় শনিবার বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানায় তিনি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়। সোমবার সকালে তার মরদেহটি কীর্তনখোলা নদীর শহরতলী চড়বারিয়া ইউনিয়নের চরআবদানি এলাকায় নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশের সংবাদ দিলে কোতয়ালী পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
লিড নিউজ বরিশাল