ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি জেলার নেছারাবাদ এনএস কামিল মাদারাসার একটি কক্ষ থেকে মুয়াজ মুনাওয়ার (১৪) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুয়াজ মুনাওয়ার নড়াইলের রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।
পুলিশ ধারণা করছে, দুপুরে মাদরাসার তাহলী ভবনের চারতলায় ছাত্রদের থাকার জায়গায় গলায় ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মুয়াজ।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত হবে কিনা সেটি নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঝালকাঠী, বরিশাল বিভাগ