হত্যা, দুটি অস্ত্র ও নয়টি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানার পর টানা ৮ বছর পালিয়েছিলেন মো. সাইদুর রহমান মানিক। গা-ঢাকা দিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি শিল্পপ্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী পদে চাকরি করেছেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ৩১ মার্চ পটুয়াখালী সদর থানা পুলিশের এসআই দিপায়ন বড়াল তাকে গ্রেফতার করেন।
এ অভিযানে পুলিশকে র্যাব-৩ এর একটি টিম সহায়তা করে।
গ্রেফতার মানিক পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামের মো. সত্তার মৃধার ছেলে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, ২০১৬ সালে বরগুনা জেলার আমতলী থানায় দস্যুতা, অস্ত্রসহ একাধিক ধারায় ৭টি মামলা রয়েছে মানিকের বিরুদ্ধে। এছাড়াও পটুয়াখালী সদর থানায় হত্যা ও দস্যুতা আইনে ৫টি মামলা রয়েছে। এসব মামলায় মানিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে পটুয়াখালী ও বরগুনার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে গা-ঢাকা দেন তিনি। পরবর্তীতে পরিচয় গোপন করে সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা কর্মীর চাকরি নিয়ে ওখানেই বসবাস করতেন।
পটুয়াখালী, বরিশাল বিভাগ