অনলাইন ডেস্ক ::: আসন্ন ঈদযাত্রায় নিরাপদ করতে, দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে বরিশাল-ঢাকা মহাসড়কের ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মহাসড়কের টেকেরহাট সেতুর উভয় পাশে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, মহাসড়কটি যানজটমুক্ত, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ও পবিত্র রমজান মাসে মানুষের কেনাকাটার সুবিধার্থে টেকেরহাট বন্দরে অভিযান চালায় প্রশাসন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট সেতুর উভয় পাশে অন্তত ৬০০ মিটার এলাকায় অভিযান চালিয়ে সবজি দোকান, ফলের দোকান, মিষ্টির দোকান, মাংসের দোকান, হোটেল ও রেস্তোরাঁ, ইট-বালুর ব্যবসাপ্রতিষ্ঠানসহ ২৫০টির বেশি স্থাপনা এবং ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুর ইসলাম। সওজ মাদারীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শামীম হোসেন, মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মারুফ রহমানসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক, সারাদেশ