পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক আহবায়ক আবু ইউসুফ রায়হানকে কুপিয়ে জখম করার ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে। আহত রায়হান বাদী হয়ে মঙ্গলবার বিকাল ৫টায় ১৩ জন নামীয় এবং অজ্ঞাত আরও ১৩ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন।
এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গ্রেফতার করে। অনিক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রায়হান মঙ্গলবার বিকালে পিরোজপুর এলজিইডি থেকে ঠিকাদারি ব্যবসার কাজ শেষে বের হন। এ সময় এলজিইডির সামনের বাইপাস সড়কে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিকসহ ওতপেতে থাকা ২২-২৩ জন সংঘবদ্ধভাবে রায়হানের ওপর চড়াও হয়। এ সময় পিরোজপুর আসছো কেন বলে চেঁচামেচি গালমন্দ করতে থাকে এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
এছাড়াও রায়হানকে খুন করার কথা বলে অনিক পিস্তলের বাট দিয়ে মাথায়, ঘাড়ে ও কানের ওপর আঘাত করলে তিনি জখম হন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অনিকের সঙ্গে থাকা সংঘবদ্ধ দল জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে রায়হানকে আঘাত করে।
এ সময় রায়হানের সঙ্গে থাকা হাসানুজ্জামান হেলাল, শাকিল বাবু, নজরুল ইসলাম সোহেলকেও পিটিয়ে আহত করে। এক সময় অনিকের সহযোগী ইয়াসিন সিকদার রামদা দিয়ে রায়হানকে কোপ দিলে সে নিস্তেজ হয়ে পড়ে। রায়হানকে মৃত ভেবে তার পকেটে থাকা ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সবাই সটকে পড়েন। পরে রায়হানের সঙ্গে থাকা লোকজন প্রথমে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রমজান আলী উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করেন।
পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত অনিককে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদ শহরের এলজিডি অফিসে থেকে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক লোকজন নিয়ে রায়হানকে মারধর করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে এবং অনিককে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
পিরোজপুর, বরিশাল বিভাগ