বরিশালে দশ মিনিটের বৃষ্টিতে জলাবদ্ধতা
অবশেষে অসহনিয় গরমের পর দশ মিনিটের স্বস্তির বৃষ্টিতে নগরীর রূপাতলী হাউজিং এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা কয়েকদিনের গরমে অস্বস্তিতে ছিল নগরবাসী। সোমবার সকাল থেকে প্রচন্ড গরম অনুভূত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতাও। দুপুর একটার পর থেকে শুরু হয় স্বস্তির বৃষ্টি। এতে করে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
কমেছে তাপমাত্রাও। বৃষ্টির সাথে হালকা বাতাস অনুভূত হয়। স্বস্তির বৃষ্টিতে ভিজতে দেখা গেছে অনেককে। বরিশাল আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছে, সোমবার দুপুর ১২ টা পর্যন্ত বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রবিবার বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। সূত্রে আরও জানা গেছে, নগরীসহ জেলার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আরো কয়েকদিন থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।
বরিশাল, বরিশাল বিভাগ