দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পেলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম।
গত ১৩ জুন তাকে সভাপতি মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। উপ-সচিব মোহাম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রতিমন্ত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে। একই সাথে তাকে বরিশাল জেনারেল হাসপাতালের সভাপতি হিসেবেও মনোনীত করা হয়।দক্ষিনাঞ্চলের একমাত্র বৃহৎ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারনে এ প্রতিষ্ঠান থেকে প্রকৃত চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। এ প্রতিষ্ঠানটির স্বাস্থ্য সেবা কমিটি থাকলেও গত এক দশক ধরে তাদের কোন কার্যক্রম ছিলো না। যার কারনে ভেঙ্গে পড়ে দক্ষিনাঞ্চলের বৃহৎ এ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটির চিকিৎসা। এবার জাহিদ ফারুক শামীমকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়ায় শেবাচিম হাসপাতাল দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়ম থেকে মুক্তি পাবে বলে মনে করছেন সচেতন মহল।
বরিশাল, বরিশাল বিভাগ