বরিশাল সদর উপজেলাধীন ৭নং চরকাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শূন্য পদে আগামী ২৭ জুলাই উপ-নির্বাচন।
এই ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আলহাজ্ব মনিরুল ইসলাম ছবি তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি পত্র দাখিল করার কারণে এই ইউনিয়ন পরিষদটির চেয়ারম্যান পদ শূন্য হয়।
পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান। বর্তমানে আবার তিনি এই উপ-নির্বাচনী অংশগ্রহণ করার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আজ ২৭ জুন এই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৭ জুলাই চরকাউয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের ভোটগ্রহণ মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ৫ জুলাই মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬-৮জুলাই আপিল নিস্পত্তি ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই প্রতীক বরাদ্দ ১১ জুলাই।
আর ভোট গ্রহণ ২৭ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট হবে ইভিএম পদ্ধতিতে।
উল্লেখ্য এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা পুরুষ ১৫১৯১জন নারী ১৪৭৭৭জন সর্বমোট ২৯৯৬৮জন।
বরিশাল, বরিশাল বিভাগ