ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন। এক গৃহবধূর ডান হাতের এক আঙুলের মাথার অংশ কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা। পরে কুকুরটি পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।
আহতরা হলেন সাতুরিয়া গ্রামের হালিম হাওলাদারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী নাবিলা আক্তার (১৬), মো. ইকবালের ছেলে মো. ইমন (১৬), মৃত সিরাজ হাওলাদারের ছেলে নজরুল ইসলাম নজু (৫৫), কবির হাওলাদারের মেয়ে সুমাইয়া (১৮) ও তার স্ত্রী এবং নৈকাঠি গ্রামের মহিদুল হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম (২৭)। ফাতেমা বেগমের ডান হাতের একটি আঙুলের মাথার অংশ কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছে।
খায়রুল ইসলাম নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ একটি কুকুর যাকে সামনে পায় তাকেই কামড়াতে থাকে। এতে ছয়জন আহত হয়েছেন। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেন নিশাদ বলেন, আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক

					
					
                                                                
                                                                
                                                                
                                                                
                                                                
                                                                
            