নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বড় বোন খাদিজা খাতুনের মৃত্যুতে বরিশাল জেলার উজিরপুর উপজেলা যুবদলের শোক প্রকাশ। ২২ জানুয়ারি সকাল ৭ টায় কিডনি ও ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিএসএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহি.………রাজেউন। মৃত্যুকালে তিনি পরিবারের লোকজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে শোকের মাতম বইছে। এদিকে উজিরপুর উপজেলা যুবদলের পক্ষে উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
বরিশাল