উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দুই বিএনপি নেতার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীদেরকে অবহিত করে। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ২ ঘন্টা ব্যাপি কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে অর্ধ কোটি টাকার ক্ষতিসাধন হয়।
শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ব্যবসায়ী দুই ছেলে বিএনপি নেতা মোঃ জুলফিকার হাওলাদার (৫৫) ও মোঃ মোফাজ্জেল হাওলাদার (৫০) তাদের দুজনের বসতঘরে একই সময় আগুনের সুত্রপাত হয়। ভুক্তভোগী বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের বলেন আমি ও আমার ভাইসহ আমেদের পরিবারের কেউ বাড়িতে ছিলামনা। আমার ও আমার ভাইয়ের বসতঘর আগুনে পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উজিরপুর মডেল থানা পুলিশ।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ