নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলায় সরকারি খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় পশ্চিম কালবিলা ২নং ওয়ার্ডের আঃ হাকিম হাওলাদারের ছেলে মোঃ শাহাদাত হাওলাদার একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ক্ষমতার দাপটে কাপলাবাড়ি ভিটা শাখা খাল দখল করে বসতবাড়ি নির্মাণ করছে।
যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে অভিযুক্ত শাহাদাত হোসেন হাওলাদার জানান আমি জমি আওয়াজ বদল করে বসতবাড়ি নির্মাণ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে প্রভাবশালীদের কবল থেকে সরকারি খাল দখল মুক্ত করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
বরিশাল