নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “ইনসাফভিত্তিক কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা চত্তরে উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ইয়াসিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনামুল হক সৈকতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি এইচ এম কাওসার বাঙ্গালী, উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ শাহে আলম।
প্রধান বক্তা হিসেবে গঠন মূলক বক্তৃতা করেন বরিশাল জেলা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফাইজুল করিম, বিশেষ বক্তা বরিশাল জেলা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমান। বক্তব্য রাখেন বরিশাল জেলা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের শুরা সদস্য মোঃ সোহাগ, উজিরপুর উপজেলা যুব আন্দোলন বাংলাদেশের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ আরিফ হোসেন, উজিরপুর উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আহবায়ক মাওলানা মোঃ আঃ কুদ্দুস ফরিদী, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রটারী মোঃ আব্দুল হক,উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল- আমিন, পৌর শাখা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ মনিরুল ইসলাম মুরাদ, সেক্রেটারি মোঃ মিরাজুল ইসলাম মিন্টু, সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতা কর্মীবৃন্দ। এসময় প্রধান অতিথিসহ উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বরিশাল, বরিশাল বিভাগ