নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। তারুণ্যের উৎসব উপলক্ষে ২৯ জানুয়ারি সকাল ১০ টায় উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রাসেল হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান,সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর পৌরসভার আমীর মোঃ আল-আমিন সরদার। উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, মোঃ হেমায়েত উদ্দিন খলিফা,আনোয়ার হোসেন, সদস্য মোঃ হালিম,পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,উপজেলা শ্রমিকদল নেতা মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উজিরপুর উপজেলা সমন্বয়ক মোঃ রিয়াজ আহমেদ রাড়ি,প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,সদস্য আহাদ সুমন,সাংবাদিক সুমন বালী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বরিশাল, বরিশাল বিভাগ