নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুল হাওলাদারকে বাবুগঞ্জ সন্ধ্যা নদী থেকে অপহরণ করা হয়েছে। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিমমুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাট থেকে ট্রলার চালাতেন। ৩১জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে ৮/ ১০ জন অপ্রাপ্তবয়স্ক ও তরুণ যাত্রী তার ট্রলারে ওঠে। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে পারেননি। নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীদের ধারণা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে পরিবার। এদিকে পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান উজিরপুর মডেল থানা পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
লিড নিউজ বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ