নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে মেজর এম এ জলিল নুরানী ও হাফেজী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর মাহফিল কমিটির উদ্যোগে ব্যাপক আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী, ১ ফেব্রুয়ারী শুক্রবার ও শনিবার আসরবাদ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ বিএনপি নেতা মোঃ মামুন সিকদারের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা যুবদল নেতা মোঃ শাহাদুজ্জামান কমরেড। এছাড়া শনিবার বিকেল ৪ টায় হাম,নাথ,গজলসহ ধর্মীয় বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ শাহাদুজ্জামান কমরেড,অনুষ্ঠানের সভাপতি মোঃ মামুন সিকদার ও অত্র মাদরাসার সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মোঃ রুহুল আমিন সিকদার,অত্র মাদরাসার মুহতামিম আঃ হকসহ উপস্থিত অতিথি বৃন্দ। তাফসীরুল কুরআন মাহফিলের ১ম দিনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন পিরোজপুর বড় খলিশাখালী আশ্রাফুল উলুম কওমী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হযরত হাফেজ মাওলানা মুফতি ইমরান ফরহাদ।
বিশেষ বক্তা মেজর এম এ জলিল নূরানী ও হাফেজী মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মোঃ মিজানুর রহমান, ২য় দিনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন ঐতিহাসিক টিকাটুলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন আশ্রাফী। বিশেষ বক্তা উজিরপুর আলিম মাদরাসার আরবী বিভাগের সিনিয়র শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা ইলিয়াস হোসাইন মোমেনী। এ তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত ছিলেন হাজার হাজার মুসল্লী।
বরিশাল, বরিশাল বিভাগ