নাসির শরীফ উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উজিরপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজহারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আঃ খালেক, উজিরপুর মডেল থানার এসআই জ্যোতির্ময় হালদার, উজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ আরিফুল ইসলাম, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের রাকিব হাসান, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সদস্য আহাদ সুমনসহ বিভিন্ন এলাকার ফিল্ড সুপার ভাইজার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বরিশাল