নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক পথসভা করেন অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উজিরপুর উপজেলার হারতা ও সাতলায় দিনভর বর্তমান পরিস্থিতি সম্পর্কে সকল শ্রেণি-পেশা মানুষের সাথে সচেতনতামূলক পথসভা করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। পথসভায় উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হোসেন হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার,সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় অফিসার ইনচার্জ সার্বিক পরিস্থিতি নিয়ে করনীয় শীর্ষক আলোচনা করেন এবং সমাজের সকল অপরাধের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করার ঘোষণা দেন। এছাড়া তিনি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বরিশাল, বরিশাল বিভাগ