নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র অক্লান্ত পরিশ্রম আর মেধায় কোন অপৃত্তিকর ঘটনা ঘটেনি। যোগ্য পাত্রে অন্য দান হচ্ছে বলে বেজায় খুশি সাধারণ মানুষ। তিনি দিন-রাত পরিশ্রম আর উন্নয়নের প্রচেষ্টায় ব্যস্ত সময় পাড় করছেন। মানবিক এই ইউএনও’র কাছে সকলে হরহামেশাই যেতে পারছেন।
কেউ ফিরেনি খালি হাতে। এক কথায় বলা যায় পুস্প আপনার জন্য ফুটেনা। তিনি নিরলসভাবে জনসেবা ও উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে উজিরপুরে সবার মুখে মুখে আলী সুজার নাম। অবশেষে উজিরপুরে পরিশ্রম আর মেধায় শীর্ষে থাকা দক্ষ নির্বাহী কর্মকর্তার খোঁজ মিললো। তিনি এই উপজেলায় দীর্ঘস্থায়ী হলে আরো ব্যপক উন্নয়ন হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উজিরপুরবাসী।
বরিশাল, বরিশাল বিভাগ