নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন যুব সমাজের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮মতম ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারী সন্ধ্যা ৭টায় হারতা দক্ষিনপাড় পুলিশ ক্যাম্পের সামনে হারতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও হারতা ইউনিয়ন যুব দলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম তালুকদার ও হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হাওলাদার, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তালুকদার, হারতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, হারতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহাদুর মোল্লা, হারতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, হারতা ইউনিয়ন বিএনপির সহ-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় নাথারকাম্দি আর সি আর ও ফ্রেন্ডস পাওয়ার দুটি দল অংশগ্রহন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বরিশালের ব্যান্ডদল উইন সাম এর শিল্পীরা, সর্বস্তরের জনগণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বরিশাল