নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ব্যপক আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।”দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রান ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর৷ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে, রেলী,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কলিমুল্লাহ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বরিশাল, বরিশাল বিভাগ