উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের হরিদ্রাপুর গ্রামে পূর্ব বাংলা সর্বহারা পার্টির সাবেক সদস্য’র সন্ত্রাসী বাহিনীর হামলায় প্রবাসীর পরিবারসহ ৪টি পরিবারের ৬ সদস্য গুরুত্বর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতরা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ৭ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আতঙ্কে রয়েছে এক সাংবাদিক ও প্রবাসী পরিবারসহ ৪টি পরিবারের লোকজন।
আহত’র পরিবার সুত্রে জানা যায় হরিদ্রাপুর গ্রামের সাবেক সর্বহারা পার্টির সদস্য মোঃ শামসুল হক হাওলাদার (৬০) এর সাথে একই বাড়ির মৃত-মোঃ এসকেন্দার আলী হাওলাদারের ছেলে সাবেক এটিএন বাংলার সাংবাদিক ও আমেরিকান প্রবাসী মোঃ শাহিন হাওলাদারসহ তার আপন চাচা মোঃ সেকেন্দার আলী হাওলাদার, মোঃ আজাহার আলী হাওলাদার ও মৃত বাদশা হাওলাদার গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছিল।
এরই প্রেক্ষিতে প্রতিবছরের ন্যয় এ বছর রমজান মাসের ৭ মার্চ শামসুল আলম তার ছেলে মোঃ জাকির হোসেন সোহাগ হাওলাদার (৩৫),মোঃ মিলন হোসেন হাওলাদার (৩০),মোঃ মিরন হাওলাদার (২৭)সহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নিয়ে বিরোধীয় জমি জোরপূর্বক দখল করতে যায়। এসময় প্রবাসীর পরিবারসহ ৪টি পরিবারের লোকজন বাধা দিতে গেলে লাঠিসোঠা নিয়ে তাদের উপর পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। এতে প্রবাসীর আপন ভাই শাহাদাৎ হাওলাদার (৪০),মোঃ সেকেন্দার আলী হাওলাদার (৮০) মোঃ মাসুদ হাওলাদার (২৫),মোসাঃ হিরা বেগম, মোসাঃ আকলিমা বেগম (৪০), মোসাঃ মাছুমা খানম(২১) গুরুতর আহত হয়।
এছাড়া ওই সন্ত্রাসীরা কুপিয়ে মোঃ শাহাদাৎ হাওলাদারের পায়ের রগ কেটে ফেলেছে। ডাকচিৎকার করলে স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রবাসী শাহিন হাওলাদার সাংবাদিকদের জানান আমি প্রবাসে থাকি , আমার ভাইসহ পরিবারের লোকজন বাড়িতে থাকে, আমাদের একই বাড়ির লোক সাবেক সর্বহারা পার্টির সদস্য প্রতি বছর রমজান মাস এলেই আমাদের ভোগদখলীয় জমি দখল করতে আসে। বাধা দিতে গেলে আমাদের পরিবারের সকলকে হামলার শিকার হতে হয়। আহত মাসুদ হাওলাদার জানান আমাদের প্রাপ্ত জমি দখল করতে যায় ওই ভূমিদস্যু সন্ত্রাসীরা।
আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করে এবং আমার অন্ডকোষে আঘাত করে। কোন উপায়ন্তর না পেয়ে আমি ডাকচিৎকার করলে আমার চাচাত ভাই শাহাদাৎ বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং মা,বোন, ভাবিসহ ৮০ বছরের বৃদ্ধ চাচা হামলার শিকার হন। তারা কথায় কথায় রামদা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালাতে আসে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। তারা এলাকায় মূর্তিমান আতঙ্ক। আহত মোঃ শাহাদাৎ জানান ২০২৪ সালে রমজান মাসে জমি নিয়ে বিরোধ হয়। এনিয়ে শালিশ বৈঠক হয়েছিল। কিন্তু শামসুল হক শালিসি মিমাংসা অমান্য করে। এবছরও রমজানে জমি দখল করার প্রস্তুতি নিলে বাঁধা দিলে আমাদের উপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায়। অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বরিশাল, বরিশাল বিভাগ