নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা,উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা,সড়ক নিরাপত্তা কমিটির সভা,১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর সভা ও ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান লিটন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আঃ খালেক, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ শাহ আলম,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন,উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,সদস্য মোঃ খলিলুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উপজেলা পরিষদের সকল দপ্তরের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন এবং স্কুল,মসজিদ,মাদ্রাসা, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বরিশাল, বরিশাল বিভাগ