নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে উজিরপুর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৩ মার্চ বৃহষ্পতিবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদুল ইসলাম রুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ বেলাল হোসেন,ডাটা এন্ট্রি অপারেটর এস,এম ইমরান,সানজিদা খানম,স্ক্যানিং অপারেটর আব্দুর রহমান,নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন মৃধা,পরিছন্নতা কর্মী সপন হাওলাদারসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদুল ইসলাম রুমি বিশদ আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।
বরিশাল, বরিশাল বিভাগ