নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ দেশব্যাপী নারী ও শিশুদের সহিংসতা,নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উজিরপুর আলহাজ্ব বি,এন খান ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ বেলা ১১ টায় বি,এন,খান ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাওন হোসেন, যুগ্ম-আহবায়ক দিপ্ত দত্ত, কলেজ ছাত্রদল শফিকুল ইসলাম রাব্বি ও আশিস হালদারের নের্তৃত্বে কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং একটি বিক্ষোভ মিছিল কলেজের সামনে থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে উপস্থিত ছিলো। এদিকে বিক্ষুব্ধরা ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন তারা।
বরিশাল