উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ইমাম ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের উদ্যোগে, শিশু ও নারী ধর্ষন৷ নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ১৪ মার্চ শুক্রবার বাদ জুমা উপজেলা টেম্পুষ্ট্যান্ড থেকে উপজেলা ইমাম ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নকীব হাসান শেখ কাসেমাবাদী এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন ইমাম ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, মাওলানা ডি এম আল-আমিন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম সহ আরও অনেকে। জুম্মার নামাজ শেষে হাজার হাজার মুসল্লি জরো হয়ে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা।
বরিশাল, বরিশাল বিভাগ