নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ৪২ বছর ধরে ভ্যানগাড়ি চালিয়ে ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষিত ও স্বাচ্ছন্দে জীবীকা নির্বাহ করছেন ৬৬ বছরের বৃদ্ধ। উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর হস্তিশুন্ড গ্রামের মৃত জয়নাল আবেদীন সরদারের ছেলে বৃদ্ধ মোঃ দুলাল সরদার (৬৬) এর দাম্পত্য জীবনে ১ ছেলে, ৩ মেয়ে রয়েছে। বড় ছেলে মোঃ শাহাদাত হোসেন সরদার(৪৫) ডিগ্রি পাস করে আকিজ কোম্পানিতে চাকুরী করেন।
মেয়ে জিয়াসমিন বেগম এইচএসসি পাশ করার পরে তার বিবাহ হয়। শাহানাজ বেগম এইচএসসি পাশ করার পরে তার বিয়ে হয় এবং সে সৌদি আরবের মদিনায় একটি হাসপাতালে চাকুরীরত রয়েছেন। ছোট মেয়ে তানজিলা ডিগ্রি পাস করে বাবার বাড়িতে দর্জির কাজ করে। বৃদ্ধ’র স্ত্রী রহিমা বেগম সন্তানদের নিয়ে সুখে আছেন। এদিকে সমাজে প্রশংসায় ভাসছেন ভ্যান চালক দুলাল সরদার। এ খবরে ২৫ মার্চ মঙ্গলবার উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা সরেজমিনে গিয়ে বৃদ্ধ’র কাছে নানা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন ৪২ বছর ধরে ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছি এবং আমার ৩ মেয়ে ও ১ ছেলেকে সুশিক্ষিত করতে পেরে গর্ববোধ করছি।
পাশাপাশি নামাজ ও রোজা করে থাকি তাই আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে কবুল করেছেন। ভ্যানগাড়ি চালিয়ে ধন,সম্পদ ও সন্তানদের সুশিক্ষিত করতে পেরেছি। বাকী জীবনটাও ভ্যানগাড়ি চালিয়ে জীবীকা নির্বাহ করবো। এ পেশাই আমার মঙ্গল হয়েছে। অনেকে ভালো চাকুরি করেও সচ্ছল ও ভালো নেই। পরিশেষে বৃদ্ধ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং কোন কাজেই ছোট নয় বলেছেন তিনি। এছাড়া যেকোনো কাজেই মনোবল না হারিয়ে আস্থা রেখে সকলকে সততার সহিত কাজ করার পরামর্শ দেন তিনি।
বরিশাল, বরিশাল বিভাগ