নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে এ বছর ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। অপরদিকে ধান ঘরে তোলার জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কৃষক ও কৃষানীরা। অপরদিকে দূর্যোগ আবহাওয়ায় জমি থেকে ধান কেটে বাড়ির আঙ্গিনায় এনে মারাই শেষে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা। এছাড়া ধান কাটার জন্য মিলছে না পর্যাপ্ত শ্রমিক। যার ফলে সঠিক সময়ে ধান কাটায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সুত্রে জানা যায় অন্যান্য বছরের চেয়ে এ বছর উজিরপুরে বাম্পার ফলন হয়েছে। তবে অধিক গরম ও শিলা বৃষ্টির কারনে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা।
একাধিক কৃষক ও কৃষানীদের সাথে কথা বললে তারা জানান এ বছর ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। তবে দূর্যোগ আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তার কমতি নেই। একদিকে আনন্দ,অপরদিকে ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকদের মাথায় ভাজ পরেছে।
বরিশাল, বরিশাল বিভাগ