নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে মানবিক নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র যোগদানের পরে উজিরপুর উপজেলার অবহেলিত বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এরমধ্যে রাস্তা-ঘাট,স্কুল,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ চলছে। ইতমধ্যে তিনি তার বয়স ও মেধা দুটোকে একসাথে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম আর মেধা খাটিয়ে সরকারি উন্নয়ন মূলক কাজের সুষম বণ্টন করে দৃষ্টান্ত স্থাপন করে বেশ সুনাম কুড়িয়ে নিয়েছেন তিনি। জানা যায় উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফরাজি বাড়ি থেকে উজিরপুর হাসপাতাল পর্যন্ত রাস্তা আরসিসিকরন। উত্তর গাজিরপাড় হাজ্বী রশিদ বেপারী বাড়ী বায়তুল আমান জামে মসজিদের রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ।
উত্তর গাজিরপাড় লেহাজ উদ্দিন বেপারী বাড়ী রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ। হারতা জেকে মডেল স্কুল সরদার বাড়ী রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ। হারতা ইউনিয়নের ভোজনের খাল সংলগ্ন ব্রীজ এর উত্তর পার্শ্ব হতে কালিপদ দাসের বাড়ি ভায়া বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড পরিমল ঠাকুরের বাড়ী হতে শামসুল হক হাওলাদারের বাড়ী পর্যন্ত (১০০০.০০ মিটার) রাস্তা এইচবিবি করন।
শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয় হতে ওয়াবদা পর্যন্ত রাস্তা ভায়া বামরাইল ইউনিয়নের কালিহাতা নজরুল মৃধার বাড়ি হতে মালেক হাওলাদার এর বাড়ী পর্যন্ত (১০০০.০০ মিটার) রাস্তা এইচবিবি করন। উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শাপলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্যবর্ধন।সাতলা মুড়িবাড়ী শাপলার বিল পর্যটন কেন্দ্র সংলগ্ন কৃষি ও মৎস্য সম্পদ আহরন এবং পর্যটন বিকাশে ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণ।
উপজেলা ভূমি অফিস উজিরপুরে আগত সেবাপ্রার্থীদের ওয়েটিং রুম নির্মাণসহ উপজেলার বিভিন্ন স্থানে অবহেলিত এলাকায় স্কুল,মাদ্রাসা,মসজিদ, কালভার্ট নির্মাণের কাজ চলছে। এছাড়া নির্বাহী কর্মকর্তা আলী সুজা’র হস্তক্ষেপে দীর্ঘদিনের বিরোধ মিমাংসা,অবৈধ দখল মুক্ত,মাদক,বাল্য বিবাহ মুক্ত হয়েছে। অপরাধীদের আতঙ্কের নাম ইউএনও আলী সুজা। এদিকে সৎ,মানবিক ও দক্ষ নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাকে পেয়ে ধন্য উজিরপুরবাসী।
বরিশাল, বরিশাল বিভাগ