নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে ২০ বছর ধরে ঝুপড়ী ঘরে বসবাস করছে অসহায় পরিবার। কালিহাতা গ্রামের হতদরিদ্র মোঃ জাহাঙ্গীর রাড়ী তার স্ত্রী,৩ মেয়েসহ ৫ সদস্য নিয়ে ২০ বছর ধরে ওই ঝুপড়ী ঘরে বসবাস করছে।
শেষ সম্বল ভিটেমাটি বলতে ওই ঝুপড়ী ঘরই তার ঠিকানা। স্থানীয়রা বলেন এরকম ঝুপড়ী ঘরে বসবাস বাংলাদেশের আর কোথাও আছে কিনা সন্দেহ। একটু বৃষ্টি হলেই আশ্রয় নিতে হয় মানুষের ঘরে। জাহাঙ্গীর রাড়ী দিনমজুরের কাজ করে দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছে।
ঘর নির্মাণ তো দুরের কথা অনেক সময়ে সন্তানদের নিয়ে না খেয়ে থাকতে হয়। তাকে তিন বেলা আহার যোগাতে হিমশিম খেতে হয়। এদিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে হতদরিদ্র পরিবার। জাহাঙ্গীর রাড়ী কান্নার কন্ঠে সাংবাদিকদের বলেন যদি কেউ আমাকে দয়া করে একটু মাথাগোঁজার ঠাই করে দেয় তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান লিখিত আবেদন পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।
বরিশাল, বরিশাল বিভাগ