নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে পুকুর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। সুত্রে জানা উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা ৭নং ওয়ার্ডের কামাল হোসেন হাওলাদারের মেয়ে মোহনা আক্তার(১৩) বাড়ির পাশে বাঁশতলা নামক পুকুর পাড়ে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়।
সেখানে কিশোরী পা পিছলে পুকুরে পরে যায়। স্থানীয়রা কিশোরী মোহনার ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার করে এবং তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলোনা।
এছাড়া কিশোরী সাতার কাটতে জানেনা। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বরিশাল, বরিশাল বিভাগ